খুলনার দিঘলিয়া উপজেলায় একই স্থানে বিএনপির দুই পক্ষ আলাদা কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে উপজেলার পথের বাজার এলাকায় এ সংকট দেখা দিলে সংঘাত এড়াতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সন্ধ্যা ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু জানান, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে তিনি জানতে পারেন একই স্থানে অন্য আরেকটি কর্মসূচি ঘোষিত হয়েছে।
অন্যদিকে সেনহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান খাজা বলেন, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. পারভেজ মল্লিক ৩১ দফার সমর্থনে গণসংযোগ ও স্থানীয় মসজিদের ইমামদের মাঝে পাঞ্জাবি বিতরণের ঘোষণা দিয়েছিলেন। এজন্য স্থানীয়দের সঙ্গে নিয়ে বিকেলে বাজারে অবস্থান নেন তারা। তবে অভিযোগ ওঠে, পারভেজ মল্লিক যাতে এলাকায় প্রবেশ করতে না পারেন, সে জন্য খেয়াঘাটে ট্রলার চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর পুলিশ এসে সবাইকে সরে যেতে বললে তারা স্থান ত্যাগ করেন।
পরিস্থিতি জানার পর উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে কর্মসূচি স্থগিত করতে নির্দেশ দেয় এবং ১৪৪ ধারা জারি করে। এ সময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়।