পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘোষণা করেছেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সদ্য স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাও অন্তর্ভুক্ত থাকবে। তিনি স্পষ্টভাবে বলেন, “আমাদের যা কিছু আছে, আমাদের সক্ষমতা—সবকিছুই এই চুক্তির অধীনে অবশ্যই পাওয়া যাবে।”
খাজা আসিফ আরও জানান, পাকিস্তানের পারমাণবিক সম্পদগুলো দায়িত্বশীলতার সঙ্গে পরিচালিত হয় এবং প্রয়োজনে তা পরিদর্শনের জন্য উন্মুক্ত। তিনি ইসরায়েলের উদাহরণ টেনে বলেন, “পাকিস্তান ইসরায়েলের মতো নয়। ইসরায়েল তো তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো স্বচ্ছতাই দেখায়নি।”

এ চুক্তিকে আরও বহুমাত্রিক করার ইঙ্গিত দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তান-সৌদি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে আরব দেশগুলোর জন্যও “দরজা খোলা আছে”। অর্থাৎ, ইচ্ছুক দেশগুলো চাইলে এই জোটে যোগ দিতে পারবে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু পাকিস্তান ও সৌদি আরবের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।