চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশি সম্পদ ও অর্থ পাচারসংক্রান্ত বিপুল নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২১ সেপ্টেম্বর) ভোররাতে বিশেষ অভিযানে এসব নথি জব্দ করা হয়।
দুদক জানায়, গত ১৬ সেপ্টেম্বর আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে সাইফুজ্জামানের স্ত্রী রুকমীলা জামানের গাড়িচালক ইলিয়াস নথিগুলো নিজ বাড়িতে নিয়ে যায়। ১৮ সেপ্টেম্বর অভিযানের ঠিক আগে পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে নথিগুলো সরিয়ে রাখা হয়। পরে সেখান থেকে মোট ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়।
প্রাথমিক পর্যালোচনায় দুদক জানিয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়াতেও সম্পদ থাকার প্রমাণ মিলেছে। উদ্ধারকৃত ডকুমেন্টসে দেশে-বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, রক্ষণাবেক্ষণ ব্যয়সহ অর্থ পাচারের নানা প্রমাণ পাওয়া গেছে।
দুদক কর্মকর্তারা জানান, বিপুল পরিমাণ নথি বিশ্লেষণ করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ কমিশনের কাছে উপস্থাপন করা হবে।