পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন নয়জন নেতা-কর্মী। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে তারা জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেন।
স্থানীয় জামায়াত নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বৈঠকে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন ও ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে জামায়াতের বিকল্প নেই। এজন্য বিএনপির ব্যর্থ রাজনীতি ছেড়ে মানুষ ক্রমেই জামায়াতের পতাকাতলে আসছে।
নতুন যোগদানকারীরা বলেন, ইসলামভিত্তিক সমাজ গঠন এবং জনগণের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
এসময় জামায়াত নেতারা তাদের স্বাগত জানিয়ে বলেন, নতুন কর্মীদের অন্তর্ভুক্তি সংগঠনকে আরও শক্তিশালী করবে। —
আপনি কি চান আমি এটার সঙ্গে যোগদানকারীদের ব্যক্তিগত নাম-পরিচয়সহ তালিকা আকারে তুলে দিই, নাকি নিউজটা সংক্ষিপ্ত আকারেই থাকুক?