ইরানে শুরু হয়েছে ‘পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ’, যা ১৯৮০-৮৮ সালের ইরাক-ইরান যুদ্ধের বিজয় স্মরণে পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আগের রাতে রাষ্ট্রীয় টিভিতে হাজির হয়েছিলেন দেশটির আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস)-এর মুখপাত্র।
সম্প্রচারের সময় তার পেছনে রাখা ছিল আধুনিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ। বিশ্লেষকদের মতে, এটি শুধু প্রদর্শনী নয়, বরং একটি প্রতীকী শক্তির বার্তা।
প্রতীকী তাৎপর্য
ইরান দেখাতে চাইছে, তাদের পারমাণবিক কর্মসূচি এখনও শক্তিশালী ও অগ্রসরমান।
প্রতিরক্ষা সপ্তাহে সামরিক অর্জনের পাশাপাশি কৌশলগত প্রতিরোধ ক্ষমতা তুলে ধরা হয়েছে।
এ ধরনের ভিজ্যুয়াল বার্তা মূলত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে শক্তি প্রদর্শনের কূটনৈতিক কৌশল।
পর্যবেক্ষকদের মতে, ইরান তার পারমাণবিক সক্ষমতাকে জাতীয় প্রতিরক্ষার অংশ হিসেবেই তুলে ধরছে এবং আন্তর্জাতিক চাপের মাঝেও এ কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে।