ন্যায্য বেতনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বাসচালক ও শ্রমিকদের অভিযোগ, গত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। সেই সময়ে নির্ধারিত হারে এখনো চালককে দেওয়া হচ্ছে ১,৩৫০ টাকা, সুপারভাইজারকে ৫৭০ টাকা এবং হেলপারকে ৫৩০ টাকা। বহুবার মালিকপক্ষের সঙ্গে বৈঠক হলেও সমাধান মেলেনি। তাই সোমবার ভোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটে চলাচলকারী সব গাড়ি বন্ধ রেখে ধর্মঘট শুরু করেছেন তারা। তবে একতা পরিবহনের বাস এ ধর্মঘটের বাইরে রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, ২১ সেপ্টেম্বর বাসস্টাফদের সঙ্গে মালিকপক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ হঠাৎ সেই বৈঠক পিছিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা ধর্মঘটে নেমেছেন।