ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে জুলাইযোদ্ধাদের অবমাননার অভিযোগ এনে ঝাড়ু মিছিল করেছে সোনাগাজী উপজেলার জুলাইযোদ্ধারা।
সোমবার দুপুরে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সমাবেশের মাধ্যমে এ বিক্ষোভ শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জুলাইযোদ্ধা এনায়েত উল্লাহ, সোনাগাজী কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাট, চর মজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের সম্পাদক আরিফ মিয়াজি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভা ছাত্রদলের সভাপতি রহমতুল্লাহ সাহিন, কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সারওয়ার হোসেন আবিদ, পৌর ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এনায়েত উল্লাহ বলেন, “জুলাই আন্দোলনের সময় আমি রাজপথে পুলিশের গুলি ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার মুখে নেতৃত্ব দিয়েছিলাম। মহিপালে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে শরীরের ১৭ স্থানে জখম হয়েছিলাম। অথচ আনোয়ার হোসেন সাংবাদিকদের কাছে আমাকে ও অন্যান্য জুলাইযোদ্ধাদের অবমাননা করেছেন।”
বক্তারা অভিযোগ করেন, আনোয়ার হোসেন অতীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আঁতাত করেছেন। তারা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।