ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ডা. মোহাম্মাদ নাইম বলেছেন, “যতদিন বাংলাদেশ থাকবে, সাদিক কায়েমের নাম ডাকসু ভিপি হিসেবে সম্মানের সঙ্গে উচ্চারিত হবে, ইনশাআল্লাহ।”
তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের পর অনেকে প্রশ্ন তুলেছিল কেন ইসলামী ছাত্রশিবির সাদিক কায়েমকে উপদেষ্টা বানায়নি। তবে শিবির মনে করেছিল ছাত্ররা উপদেষ্টা না হয়ে বরং রাজপথে শক্তিশালী থাকাই সময়োপযোগী সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত আজ ইতিহাসে যথার্থ বলে প্রমাণিত হয়েছে।
ডা. নাইম দাবি করেন, এক পক্ষ সব কৃতিত্ব নিজেদের করে নিতে চেয়েছিল এবং শিবিরসহ সাদিক কায়েমকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, শিবির ও সাদিক কায়েম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অংশ হয়ে গেছেন।
তিনি আরও বলেন, “যারা উপদেষ্টা হলেন, মাস্টারমাইন্ড সাজলেন—মানুষের কাছে গিয়ে শোনেন ছাত্র উপদেষ্টাদের নিয়ে তারা কী ভাবে! আকণ্ঠ দুর্নীতি করে জুলাই অভ্যুত্থান ব্যর্থ করা এবং দেশ সংস্কার করতে না পারার দায়ে তারা যুগে যুগে ধিকৃত হবেন।”