সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, “শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ (রহ.)-এর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল। তিনি সুদীর্ঘ ৩৫ বছর পবিত্র হজের দিক-নির্দেশনামূলক খুতবা দিয়ে মুসলিম উম্মাহর বিরাট খেদমত করেছেন। তাঁর ইন্তেকালে সৌদি আরবসহ সমগ্র মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।”
জামায়াত আমির জানান, শায়খ আবদুল আজিজ ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি পদে নিযুক্ত হন এবং সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। বিভিন্ন আইনি, সামাজিক ও ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদানের মাধ্যমে তিনি সৌদি আরবের আদালত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা প্রদান করেন, যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার দীর্ঘতম সময়ের খতিব হিসেবে রেকর্ড। বার্ধক্যজনিত কারণে তিনি ২০১৬ সালে অবসর নেন।
ডা. শফিকুর রহমান দোয়া করে বলেন, “আল্লাহ রাব্বুল আলামিন তাঁর জীবনের সব খেদমত কবুল করুন, তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা নসিব করুন।”