এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ১২ বল হাতে রেখেই পাওয়া এই জয়ে ফাইনালের লড়াইয়ে শক্ত অবস্থানে রইল বাবর আজমের দল।
সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হলো। এখন তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে মাত্র ২, যা ফাইনালে ওঠার জন্য যথেষ্ট নয়। অথচ সর্বশেষ টি–টোয়েন্টি এশিয়া কাপে তারা ছিল চ্যাম্পিয়ন।
১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তান ৮০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে মোহাম্মদ নাওয়াজের অপরাজিত ৩৮ ও হুসাইন তালাতের ৩২ রানের ইনিংসের ওপর ভর করে ৫৮ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।
এর আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা বড় বিপর্যয়ে পড়লেও কামিন্দু মেন্ডিসের লড়াকু অর্ধশতকে কোনোমতে ১৩৩ রান তোলে। পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ৩ উইকেট, আর হারিস রউফ ও হুসাইন তালাত নেন ২টি করে উইকেট।