জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনাটি আকস্মিক ছিল নাকি পরিকল্পিত— তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জামায়াত নেতা-কর্মীরা “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নামে শ্লোগান দিতে থাকেন এবং চারদিকে একধরনের বেষ্টনী তৈরি করেন। এ সময় মির্জা ফখরুলকে টেনে ডানের দিকে সরিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়, যা অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে।
ভিডিও ফুটেজ বিশ্লেষণে চিহ্নিত হওয়া লাল বৃত্তের ভেতরের ব্যক্তি হিসেবে পরিচিতি পাওয়া গেছে সোয়েব আব্দুল্লাহর। তিনি বর্তমানে নেপালে বাংলাদেশের দূতাবাসে ডিপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ফজলুল হক মুসলিম হলের ২০০৯-২০১২ মেয়াদে ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতেও যুক্ত ছিলেন।
শিক্ষার্থী জীবনে হল দখল রাজনীতির সময় বহু শিক্ষার্থীকে শিবির ও ছাত্রদল ট্যাগ দিয়ে নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এই পটভূমি থেকেই অনেকে প্রশ্ন তুলছেন— নিউইয়র্কের ঘটনাটি আসলেই অনাকাঙ্ক্ষিত, নাকি দূতাবাস কর্মকর্তাদের আগেভাগে সাজানো পরিকল্পনার অংশ ছিল।
তদন্ত ছাড়া এর সত্যতা নিশ্চিত নয়, তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ইতোমধ্যেই তুমুল আলোচনা চলছে।