২০২৪ সালের ১৯ জুলাই, শুক্রবার রাজধানীর বনশ্রীর এডভান্স হাসপাতালের সামনে এক মর্মান্তিক ঘটনার জন্ম হয়। অভিযোগ উঠেছে, ১৬ বছরের নিচের তিন কিশোরকে নির্মমভাবে খুন করেছে বিজিবি সদস্যরা।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে— এই হত্যার দায়ভার কি বিজিবি প্রধান নেবেন না? শোকাহত পরিবারগুলো কি কোনোদিনও তাদের সন্তান হত্যার ন্যায্য বিচার পাবে?
স্থানীয়দের ক্ষোভ, দেশের স্বাধীনতার জন্য শহীদদের রক্তের সাথে এভাবে গাদ্দারির দৃষ্টান্ত আর কতদিন চলতে থাকবে? নিরাপত্তার নামে নিরপরাধ কিশোরদের প্রাণ নেওয়া রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন অনেকেই।
ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ এখন অপেক্ষায়— তাদের সন্তান হত্যার বিচার কি হবে, নাকি আবারও দায় এড়িয়ে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ?
এ দেশে ছাত্রজনতা এই সকল হত্যাকাণ্ডের বিচার চায়। নির্বাচনের আগেই আশাবাদী হয়ে বুক বেধে আছেন জুলাই আহতরা।