জুলাই মাসে ছাত্র–জনতার গণ–আন্দোলনের সময় আন্দোলন দমন করতে ছত্রীসেনা মোতায়েন ও হেলিকপ্টার দিয়ে বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথনের অডিও ক্লিপ শুনানো হলে এ তথ্য উঠে আসে।
জুলাই গণ–অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি ট্রাইব্যুনালে পাঁচটি অডিও জমা দেন, যার মধ্যে চারটি প্লে করা হয়। এর দুটি ছিল শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর মধ্যে কথোপকথন।
প্রকাশিত এক অডিওতে হাসানাকে বলতে শোনা যায়,
“নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে। আমরা ছত্রীসেনা নামাচ্ছি… হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হেলিকপ্টার যাক, ওপর দিয়ে মারবে।”
সাক্ষী তানভীর হাসান জানান, গত বছরের ২৩ ডিসেম্বর এনটিএমসি থেকে শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়। প্রমাণ পাওয়া গেছে যে, জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে শেখ হাসিনা সরাসরি লেথাল উইপন ব্যবহারের নির্দেশ দেন, আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার দিয়ে বোমা হামলার কথাও বলেন। পাশাপাশি পরিকল্পিতভাবে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশও দেন তিনি।
এই বিচারিক কার্যক্রম আজ ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে।