মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের অবসান ঘটাতে একটি প্রাথমিক শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন। পরিকল্পনায় বলা হয়েছে— সব জিম্মির মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, ধাপে ধাপে ইসরায়েলের সেনা প্রত্যাহার, যুদ্ধ–পরবর্তী গাজায় হামাসবিহীন প্রশাসন গঠন, নিরাপত্তার দায়িত্বে আরব বাহিনী এবং পুনর্গঠনে আরব অর্থায়ন।
তবে আরব নেতারা এ পরিকল্পনার সঙ্গে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন। এগুলো হলো— কোনো অবৈধ দখল বা সংযুক্তি (annexation) হবে না, নতুন কোনো বসতি স্থাপন করা যাবে না, আল–আকসা মসজিদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে এবং আরও বেশি মানবিক সাহায্য পৌঁছাতে হবে।
এখন একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত হচ্ছে। আগামী সোমবার ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে বৈঠকের পর এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।