গাজায় অব্যাহত হামলার কারণে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কড়া সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি স্পষ্টভাবে বলেন, গাজার সাধারণ মানুষ ও ইসরাইলি জিম্মিদের ভাগ্য নেতানিয়াহুর হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। খবর: আনাদোলু।
বুধবার স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে ফ্রান্স২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, “ফিলিস্তিনি ও ইসরাইলি জিম্মিদের ভাগ্য তাদের হাতে রাখা যায় না, যাদের কাছে জিম্মিদের মুক্তি কোনো অগ্রাধিকার নয়।”
তিনি আরও জানান, জিম্মি মুক্তি নেতানিয়াহুর প্রথম অগ্রাধিকার হলে গাজা সিটির ওপর দখল অভিযান জোরদার করতেন না, কিংবা কাতারের মধ্যস্থতাকারীদের ওপর হামলা চালাতেন না।
ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, যুদ্ধে শুধু বেসামরিক মানুষ মারা যায়, কিন্তু হামাস ধ্বংস হয় না। ইসরাইলের ধারাবাহিক হামলার মধ্যেও হামাস লড়াই চালিয়ে যাচ্ছে।
ফরাসি প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতির জন্য তার দেশের আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যই হলো শান্তি প্রক্রিয়াকে আবার সচল করা।
তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ইসরাইলকে যুদ্ধ থামাতে চাপ দেওয়ার জন্য। তার মতে, ওয়াশিংটন ব্যর্থ হলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিবেচনা করতে হবে।
ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, অধিকৃত পশ্চিম তীর দখলের যেকোনো পদক্ষেপ ফ্রান্সের কাছে ‘রেড লাইন’ হিসেবে গণ্য হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, জেরুজালেমে ফরাসি কনস্যুলেট বন্ধ করা হবে এক ভয়াবহ ভুল।