নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বেশিরভাগ মানুষ আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছিল, কিন্তু কমিশনের সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি।
বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. মজুমদার জানান, ৪৬ হাজার মানুষের মতামতের ওপর করা জরিপে অধিকাংশই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দেন। তবে পুরোনো ব্যবস্থা বজায় রাখার জন্যই আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে তার অভিযোগ।
এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি কমিশন গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী ও নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ১৬টি খাতে মোট ১৫০ সুপারিশ দেয়।
কমিশনের উল্লেখযোগ্য সুপারিশসমূহ
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং একটি স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন।
রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক সমাজের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন।
ইভিএম বাতিল, ৪০% ভোট না পড়লে পুনর্নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ এবং ‘না ভোট’ চালু।
নিরপেক্ষ ও সুনামসম্পন্ন ব্যক্তিকে বৃহত্তর নির্বাচকমণ্ডলীর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান।
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুইবার নির্ধারণ।
সংসদে ১০০ আসনের উচ্চকক্ষ গঠন, যেখানে অন্তত ৩০% নারী অন্তর্ভুক্তি নিশ্চিত এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ প্রদান।
চার মাস মেয়াদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্পন্ন করা।
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত শিথিল, নিবন্ধন নবায়ন বাধ্যতামূলক এবং ভাতৃপ্রতীম সংগঠন নিষিদ্ধ করা।
প্রবাসীদের জন্য প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থা প্রবর্তন।