তুরস্ক, সিরিয়া ও জর্ডান ঐতিহাসিক হিজাজ রেলপথ পুনরায় চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে। চুক্তি অনুযায়ী, সিরিয়ার ভেতরে অনুপস্থিত প্রায় ৩০ কিলোমিটার রেললাইন নির্মাণে সহায়তা করবে তুরস্ক এবং লোকোমোটিভ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে জর্ডান।
উল্লেখ্য, উসমানি সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক হিসেবে এই রেলপথ নির্মাণ করেছিলেন। সাধারণ মুসলমানদের দানের অর্থেই রেললাইনটি স্থাপিত হয়েছিল।

তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের প্ররোচনায় টি.ই. লরেন্সের নেতৃত্বে আরব বিদ্রোহীরা রেলপথটি ধ্বংস করে দেয়। এরপর থেকে শত বছর ধরে এটি অকার্যকর অবস্থায় পড়ে আছে।
বিশ্লেষকদের মতে, এই রেলপথ পুনরায় চালু হলে শুধু আঞ্চলিক সংযোগ নয়, বরং মুসলিম বিশ্বের ঐতিহাসিক ঐক্যের প্রতীক হিসেবে নতুন তাৎপর্য তৈরি করবে।