জামায়াতের সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) চালুর দাবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক সংক্রান্ত জটিলতা নিয়ে চলমান বিতর্ককে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় নির্বাচন কমিশন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পিআর পদ্ধতি নিয়ে যে আলোচনা হচ্ছে তা আইনসঙ্গত নয়, আর এনসিপির প্রতীক ইস্যুটি কমিশনের নিয়ম অনুযায়ীই সমাধান হবে। এসব বিষয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে, সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ীই অনুষ্ঠিত হবে। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব।