জুলাই গণআন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী ও “জুলাই যোদ্ধা” হিসেবে পরিচিত মাওলানা কে এম মামুন নিখোঁজ হওয়ার পাঁচ দিন পার হলেও এখনো তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে পরিবারের পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
পরিবারের সদস্যরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তাঁরা আশঙ্কা করছেন, এনসিপির যুব সংগঠন যুবশক্তির বিভিন্ন অপকর্ম নিয়ে লেখালেখি করায় মামুনকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়ে থাকতে পারে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা কে এম মামুন ছিলেন ছাত্র-জনতার আন্দোলনের একজন নির্ভীক কণ্ঠস্বর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে অন্যায়-অবিচারের বিরুদ্ধে লিখতেন এবং রাজনৈতিক সংগঠনের ভেতরে দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করতেন।
পরিবার দ্রুত মামুনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। পাশাপাশি এ ঘটনায় দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনারও আহ্বান জানান তারা।