বাংলাদেশে শিগগিরই চালু হচ্ছে নতুন ধরণের সিম—MVNO (Mobile Virtual Network Operator)। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (BTCL) এ উদ্যোগ নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যে MVNO লাইসেন্সের শর্তাবলী শিথিল করায় দ্রুতই নতুন সিম কোম্পানিগুলোও বাজারে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
MVNO অপারেটরদের নিজেদের কোনো নেটওয়ার্ক অবকাঠামো থাকে না। তারা বিদ্যমান অপারেটরদের (যেমন—গ্রামীণফোন, রবি, এয়ারটেল বা বাংলালিংক) নেটওয়ার্ক ভাড়া নিয়ে গ্রাহকদের কাছে ভিন্ন প্যাকেজে ভয়েস ও ডাটা সেবা বিক্রি করে। এর ফলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং গ্রাহকরা তুলনামূলক কম খরচে ভালো সেবা পাবেন।
BTCL-এর সিম যেকোনো একটি বিদ্যমান মোবাইল অপারেটরের নেটওয়ার্কে কাজ করবে। তবে এটি নিজস্ব ব্র্যান্ডে আলাদা ভয়েস ও ডাটা প্ল্যান অফার করবে। জানা গেছে, এই সিমে থাকছে—
- আনলিমিটেড ডাটা প্যাকেজ
- শর্তসাপেক্ষে আনলিমিটেড কলিং সুবিধা
- OTT (ওভার-দ্য-টপ) সেবা অ্যাকসেস
- ফোন কিস্তিতে কেনার সুযোগ
টেলিকম বিশেষজ্ঞরা মনে করছেন, MVNO চালু হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং গ্রাহকরা বহুমাত্রিক প্যাকেজ সুবিধা ভোগ করতে পারবেন।