সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজন করা খিচুড়ি রান্নার সময় গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় রান্নার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. হাসান মোল্যা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শেখ হাসিনার জন্মদিনে গ্রামে রান্নার আয়োজনের পাশাপাশি নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মোট পাঁচজনকে আটক করা হলেও অসুস্থতার কারণে ইসা ইসলাম নামের একজনকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।
আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।