দুবাইয়ে এশিয়া কাপ ফাইনালে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা ঘরে তুলেছে ভারত। তবে মাঠের লড়াই শেষ হলেও থামছে না ভারত–পাকিস্তান উত্তেজনা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এশিয়া কাপ জয়ের সঙ্গে তুলনা করেছেন গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযান “অপারেশন সিঁদুর”-এর। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি লেখেন— “খেলার মাঠেও অপারেশন সিঁদুর, ফল একই—ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।”
অল্প সময়ের মধ্যেই তার মন্তব্যের জবাব দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। রিটুইটে তিনি লিখেন, “যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস ইতিমধ্যেই পাকিস্তানের হাতে তোমার পরাজয়ের কথা লিপিবদ্ধ করেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশার বহিঃপ্রকাশ এবং খেলার চেতনাকে কলঙ্কিত করে।”
প্রসঙ্গত, গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর মে মাসে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। পাল্টা হামলার জেরে টানা চার দিন সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। সেই সংঘর্ষে দুই দেশই নিজেদের বিজয়ী দাবি করে আসছে, যার প্রতিধ্বনি এবার পৌঁছেছে ক্রিকেট মাঠেও।