পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবানে (টিটিপি) যোগ দিয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন বাংলাদেশের এক যুবক। নিহতের নাম ফয়সাল হোসেন মোড়ল (২১)। তিনি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের আউয়াল মোড়লের ছেলে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি গণমাধ্যমের খবর ছড়িয়ে পড়লে ফয়সালের পরিবার বিষয়টি নিশ্চিত করে। তার মৃত্যুর খবরে গ্রামে চলছে শোকের মাতম।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে ফয়সাল পরিবারের কাছে বায়না ধরেন দুবাই যাওয়ার জন্য। পরিবার অর্থের জোগান দিতে না পারায় ২০২৪ সালের মার্চে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। পরে বড় ভাইকে ফোন করে জানালেও বিস্তারিত জানাননি। দেশে থাকতে ধর্মীয় রীতিনীতি মেনে চলতেন এবং তাসবিহ, আতরসহ ধর্মীয় সরঞ্জাম বিক্রি করতেন।
পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, গত শুক্রবার রাতে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় পরিচালিত অভিযানে ১৭ জন টিটিপি জঙ্গি নিহত হয়। তাদের মধ্যেই ছিলেন বাংলাদেশি ফয়সাল। তার কাছ থেকে পরিচয়পত্র, টাকা ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পরিবার বলছে, ঈদুল আজহার সময় গোয়েন্দা পুলিশের মাধ্যমে তারা জানতে পারে, ফয়সাল আফগানিস্তানে অবস্থান করছে। তবে পাকিস্তানে জঙ্গি অভিযানে তার মৃত্যু সংবাদে পুরো মাদারীপুরে নিন্দা ও সমালোচনা ছড়িয়ে পড়েছে।