কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী বহুদিন ধরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নৌকা প্রতীক পাওয়ার জন্য তিনি বারবার চেষ্টা করলেও কখনো সফল হননি। শেষ পর্যন্ত ৫ আগস্টের পর কৌশল বদলে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সাল থেকে টানা তিনটি জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন চাইতেন সোহরাব খান চৌধুরী। এমনকি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এবার তিনি নতুনভাবে মাঠে নেমে পোস্টার-ব্যানারে আওয়ামী লীগ ও বিএনপির প্রয়াত নেতাদের ছবি একসাথে ব্যবহার করে আলোচনায় এসেছেন।
তার এ ধরনের প্রচারণায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সোহরাব কীভাবে বিএনপির প্রয়াত এমপি অধ্যক্ষ মো. ইউনুছের ছবি নিজের প্রচারণায় ব্যবহার করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া বলেন, “তিনি তো আওয়ামী লীগের লোক। অথচ বিএনপির নেতাদের ছবি ব্যানারে ছাপাচ্ছেন। এটা অনৈতিক।”
অভিযোগের জবাবে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী বলেন, “আমার অবস্থান আমি যোগাযোগ মাধ্যমে জানিয়েছি। রাজনীতি এখন প্রতিহিংসার বেড়াজালে আটকে আছে। কেন্দ্রীয় নেতাদের ছবির পাশে স্থানীয় নেতাদের ছবি থাকলেই প্রমাণ হয় না কেউ কোন দলে। প্রতিদিন ফেসবুকে হাজারো ছবি ঘোরে, সেগুলো নিয়ে প্রশ্ন ওঠে না। অথচ আমার ক্ষেত্রে ব্যতিক্রম করা হচ্ছে।”