বিচারপতি মানিক আদালত থেকে বের হওয়ার সময় আবারও হাতকড়া পরিয়ে দেওয়া হয় এবং তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়। একই ভ্যানে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাও।
পানি-রুটি-খেজুরে দুপুর
দুপুর ১২টার দিকে হাজতখানায় নেওয়া হয় বিচারপতি মানিককে। সেখানে মাদুরে বসে কলা, খেজুর ও পাউরুটি খেতে দেখা যায় তাকে। তার পাশে ছিলেন মুর্শেদী ও আগরওয়ালা। তিনজনেই পায়চারি ও নীরব আলোচনায় সময় কাটান।
বেলা আড়াইটার দিকে আদালতের কার্যক্রম শেষে তাঁদের আবারও প্রিজন ভ্যানে তোলা হয় এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয় গাড়িটি।