ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
রোববার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করার পর থেকেই সাকিবকে নিয়ে তীব্র সমালোচনায় ফেটে পড়েন নেটিজেনরা। অনেকেই তাকে ‘দালাল’ আখ্যা দেন।
অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা সারজিস আলমসহ অনেকে সামাজিক মাধ্যমে সাকিবের কড়া সমালোচনা করেন। জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যরাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ এক ফেসবুক পোস্টে লিখেছেন, “মন থেকে আপনার পুরো পরিবারের প্রতি চরম ঘৃণা আসে; তারপর মনে পড়ে আপনার তিনটি বাচ্চা আছে, যাদের এখানে কোনো দোষ নেই। কিন্তু মন থেকে চাই জাহান্নামের নিকৃষ্ট স্থানে ঠাঁই হোক তোমার।”
একইভাবে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী লিখেছেন, “সুশীলরা আস্তে আস্তে তাকে মাফ করে দিচ্ছিল, কিন্তু এই সাকিবই আবার যখন গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে ‘আপা’ সম্বোধন করে শুভেচ্ছা জানায়, তখন বোঝা যায় কার আসল চেহারা কী।”
সমালোচনার ঝড়ে সাকিবের এই পদক্ষেপ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।