চাঁদপুরের ফরিদগঞ্জে ওএমএসনের ডিলার কালোবাজারির মাধ্যমে চাল মজুত করে বেশি মূল্যে বিক্রির অভিযোগে যৌথবাহিনী মো. তোফায়েল আহম্মদ (৩৭) নামে একজন ওএমএস ডিলার এবং তার সহযোগী হিসেবে শরীফ মিজি (৩৬) ও মো. শাহাদাৎ হোসেনসহ তিনজনকে আটক করেছে।
এসময় ৫ বস্তা ওএমএস চাল উদ্ধার করে যৌথ বাহিনী। এব্যাপারে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান ফরিদগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা দায়ের করে।
এব্যাপারে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ ধারায় মামলা (নম্বর- ১১) দায়ের করে।
যৌথবাহিনীর হাতে আটক ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, আটকদের মঙ্গলবার বিকেলে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।