সময়ের সঙ্গে মানুষের জীবনযাপনে যেমন বৈচিত্র্য বাড়ছে, তেমনি বাড়ছে জটিলতাও। সুবিধার পাশাপাশি অসুবিধার প্রভাবও কম নয়। সম্পর্ক টিকিয়ে রাখা ও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মানুষ পিছিয়ে পড়ছে, আচার-আচরণে বেড়ে উঠছে অসামঞ্জস্য। একরকম ভেতরে, অন্যরকম বাইরে—এই দ্বিচারিতা এখন সময়ের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এর ফলেই বাড়ছে বিচ্ছিন্নতা ও বিষণ্নতা।
কিন্তু এর সমাধান রাসুলুল্লাহ (সা.) সাড়ে চৌদ্দশ বছর আগেই দেখিয়ে গেছেন। তাঁর জীবনধারা সব সময়ের জন্যই উত্তম আদর্শ। মানুষের জীবনের প্রতিটি মৌলিক ক্ষেত্রে তিনি রেখে গেছেন দিশা।
নম্রতা, সহনশীলতা, সহমর্মিতা ছাড়া মানুষের কী-বা অবশিষ্ট থাকে? বাবা-মা, স্ত্রী-সন্তান, প্রতিবেশী, বন্ধু-সহকর্মী—এই সম্পর্কগুলোতেই গড়ে ওঠে মানুষের মানবিক গুণাবলি। কোন বয়সে, কোন সম্পর্কে, কেমন আচরণ করা উচিত—সবকিছুর জীবন্ত দৃষ্টান্ত রেখেছেন নবি (সা.)। তিনি শুধু কথায় সীমাবদ্ধ ছিলেন না; তাঁর জীবনাচারই ছিল মানুষের জন্য প্রকৃত নির্দেশনা। এমনকি মুসলমান নন—তাদের প্রতিও আদর্শিক আচরণ দেখিয়েছেন তিনি।
গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত ‘মুসলিম লাইফস্টাইল’ বইটি আধুনিক সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নবিজির (সা.) জীবনধারা ও নির্দেশনা তুলে ধরেছে। এখানে বিশুদ্ধ হাদিস ও ঘটনার আলোকে গল্পাকারে সমাজ-বাস্তবতার চিত্র উপস্থাপন করা হয়েছে। লেখক রায়হান রাশেদ নবিজির (সা.) আচার-আচরণকে সময়োপযোগী প্রেক্ষাপটে সাজিয়ে সমাধানের পথ দেখিয়েছেন।
বইটি ১৮টি অধ্যায়ে বিন্যস্ত। প্রতিটি অধ্যায়ের শেষে ছকে নবিজির (সা.) জীবন থেকে শিক্ষা ও আমাদের করণীয় বিষয়গুলো তুলনা করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে পাঠক বুঝতে পারবেন—কীভাবে একজন মুসলমান দুনিয়ার দায়িত্ব পালন করেও আখেরাতের প্রস্তুতি নিতে পারেন।
‘মুসলিম লাইফস্টাইল’ কেবল একটি বই নয়, বরং সুন্দর, সুষম ও পরিশুদ্ধ জীবন গড়ার এক গাইডবুক। বিপথগামিতা থেকে রক্ষা এবং জান্নাতের পথে চলতে এটি হতে পারে সহায়ক দিশারি। বইটি গার্ডিয়ান পাবলিকেশনসের বিক্রয়কেন্দ্রসহ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।







