তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি “মেট্রন অপারেশন” চালিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এক এজেন্টকে আটক করেছে। ধৃত ব্যক্তির নাম সিরকান চিচেক, যার প্রকৃত নাম মুহাম্মদ ফাতিহ কেলেশ।
তুর্কি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, মোসাদের এক কর্মকর্তা ফয়সাল রাশিদ হোয়াটসঅ্যাপে বিদেশি আইনি সহায়তাকারীর পরিচয়ে চিচেকের সঙ্গে যোগাযোগ করে। পরে তাকে ইসরায়েলবিরোধী অবস্থান নেওয়া এক ফিলিস্তিনি কর্মীকে নজরদারির দায়িত্ব দেওয়া হয়।
চিচেক চার দিনের জন্য ওই ফিলিস্তিনি কর্মীকে ট্র্যাক করার বিনিময়ে ৪ হাজার ডলার ক্রিপ্টোকারেন্সিতে পায়। কিন্তু লক্ষ্যবস্তু শনাক্ত করতে ব্যর্থ হয়ে একটি আবাসিক ভবনে ঢোকার চেষ্টা করলে এমআইটির নজরদারিতে ধরা পড়ে।
তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক এজেন্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গোয়েন্দা কার্যক্রমে জড়িত অন্যান্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।