জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর হিন্দুস্তান ভারত বাংলাদেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নানা সময় গুজব ছড়িয়ে বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে।”
শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী ১২ সাংগঠনিক জেলায় জাগপার ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ শেষে বিকেলে জেলা নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ প্রধান বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের মিথ্যা গল্প বানানো হচ্ছে। অথচ নিজ দেশে হিন্দুস্তান সময়-অসময়ে মুসলমানদের ওপর দমনপীড়নের স্টিমরোলার চালিয়েছে। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান কীভাবে গড়ে তোলা যায়, তা বাংলাদেশের পূজা উদযাপন দেখে শেখা উচিত তাদের।”
তিনি আরও বলেন, “জাগপার কর্মীদের এখন জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে। আগামীর জাতীয় নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে, লেভেল প্লেইং ফিল্ডে, এবং হিন্দুস্তানের প্রভাবমুক্তভাবে। নির্বাচনের পূর্বে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে, খুনি হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে, এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”
দিনব্যাপী লিফলেট বিতরণ শেষে আয়োজিত ভার্চুয়াল সভায় বিভিন্ন জেলার প্রেসিডিয়াম সদস্য ও জেলা পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।
