বাংলাদেশ ফুটবলে দুর্নীতির বরপুত্র খ্যাত কাজী সালাউদ্দিন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা মাহফুজা আক্তার কিরনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন করেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।
গত ২১ আগস্ট ২০২৫ তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর তিনি এই আবেদন দাখিল করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাউদ্দিন ও কিরনের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

ফুটবল অঙ্গনের অনেকেই এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, দেশের ফুটবলের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন কাজী সালাউদ্দিন—বছরের পর বছর ধরে বাফুফে দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও কমিশন বাণিজ্যের অভয়ারণ্যে পরিণত করেছিলেন তিনি। তার সহযোগী মাহফুজা আক্তার কিরনও একইভাবে নানা বিতর্কের সঙ্গে জড়িত ছিলেন।
ফুটবলপ্রেমী মহলে প্রশ্ন উঠেছে—এই দুই বিতর্কিত ব্যক্তির বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা তোলার জন্য তাবিথ আউয়াল কোন বিবেচনায় আবেদন করলেন? কেউ কেউ বলছেন, এটি হয়তো ভুল সিদ্ধান্ত, আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন, কোনোভাবে ‘ম্যানেজড’ হয়েই এই আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকেই কাজী সালাউদ্দিন ও মাহফুজা কিরন দেশ ছাড়ার নানা চেষ্টা করছিলেন বলে সূত্র জানিয়েছে। তবে নিষেধাজ্ঞার কারণে তারা বিদেশে যেতে পারেননি।
সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্ত দেশের ফুটবলের জন্য নেতিবাচক বার্তা দেবে। তারা অনতিবিলম্বে সালাউদ্দিন ও কিরনের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন।







