জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার দলে ৩০০ আসন নিতেই তারা এগোচ্ছে বলে তিনি জানান।
রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরের এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ_briefing_কালে নাহিদ বলেন, “আমি ঢাকা থেকেই দাঁড়াবো। আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। আর কে কোন আসনে দাঁড়াবে, তার প্রার্থীদের তালিকা আমরা এই মাসে প্রকাশ করতে পারব।”
তিনি বলেন, জামায়াত ও অন্য কোনো দলের নির্বাচন পেছানোর প্রচেষ্টা সম্পর্কে সন্দেহ আছে; একদল নির্বাচন পেছাবে বলে মনগড়া অপপ্রচারের মধ্যে থাকলেও তারা নির্বাচন যথাসময়ে চায়। নাহিদ আরও বলেন, তারা চাই নির্বাচনী সময়সূচি ঠিকমত বজায় থাকবে এবং ‘জুলাই সনদ’ আইনি ভিত্তি পাবে। তিনি সব দলকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।
নাহিদ বলেন, গণভোট নির্বাচন অনুষ্ঠানের আগে বা নির্বাচনের দিন—উভয় পরিস্থিতিেই ঘটতে পারে, কিন্তু সেটি মূল বিষয় নয়; আদেশ জারি করে তা বাস্তবায়ন করাই বেশি জরুরি। তিনি মনে করান, ‘জুলাই সনদ’ যদি শুধুমাত্র প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তবে তা রাজনৈতিক ও আইনি গুরুত্ব পাবে না। তাই তিনি দাবি করেন, ওই সনদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে জারি করা উচিত।







