ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসের পূর্ব শাখায় ছাত্রদলের নেতাকর্মীদের দখলে থাকা রুম নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ছাত্রদলের একটি প্রভাবশালী গ্রুপ দীর্ঘদিন ধরে ২০৫ নম্বরসহ কয়েকটি রুম নিজেদের ব্যক্তিগত বেডরুমে পরিণত করেছে।
আবাসিক শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থীরা একটি সিট পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করছেন, কেউ কেউ ৪ জনের রুমে ৮ জন মিলে থাকতে বাধ্য হচ্ছেন। অথচ ছাত্রদলের নেতাকর্মীরা একাধিক রুম নিজেদের নিয়ন্ত্রণে রেখে আরাম-আয়েশে অবস্থান করছেন।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “২০৫ নম্বর রুমে কেউ কিছু বলতে পারে না। ওই ব্লকে হল সুপার বা কর্তৃপক্ষও যেতে ভয় পান। ছাত্রদলের সিনিয়র নেতাদের আশ্রয়ে এই দখলবাজি চলছে।”
আবাসিক এক ছাত্র বলেন, “আমরা ভর্তির পর সিট না পেয়ে বাইরে থেকে আসা শিক্ষার্থীরা কষ্টে থাকি। অথচ এখানে কেউ রাজনীতি করে বলেই পুরো রুম দখল করে রাখে।”
হলের এক কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিষয়টি জানা আছে, কিন্তু প্রভাবশালী ছাত্র সংগঠনের কারণে কিছু বলার সাহস কেউ পায় না। একবার উদ্যোগ নিলেও পরবর্তীতে রাজনৈতিক চাপের মুখে থেমে যেতে হয়।”
শিক্ষার্থীরা প্রশাসনের হস্তক্ষেপ ও দখলকৃত রুমগুলো সাধারণ ছাত্রদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।







