ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার মো. মুজাহিদুল ইসলাম প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিবের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মুজাহিদুল ইসলাম জানান, সম্প্রতি তিনি একটি সংবাদ প্রকাশ করেন যেখানে আওয়ামী লীগের পদধারী নেতাদের দিয়ে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে প্রশ্ন তোলা হয়। একই সঙ্গে তিনি তুলে ধরেন, বর্তমান ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় উপকমিটির সদস্য নুরুল হাসান মিয়ার ছোট ভাই হাসিবুল হাসান হাসিব কীভাবে হঠাৎ করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে বসেছেন।
এই সংবাদে ক্ষিপ্ত হয়ে বুধবার রাত ৮টার দিকে হাসিবুল হাসান হাসিব ফেসবুক মেসেঞ্জারে ফোন করে ও ভয়েস মেসেজ পাঠিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন। জিডিতে মুজাহিদুল উল্লেখ করেন, হাসিব তাকে “হাড্ডি খুলে ঝুলিয়ে দেওয়া” এবং “প্রত্যেক জয়েন্ট আলাদা করে ফেলার” হুমকি দেন।
মুজাহিদুল বলেন, “এ ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমার বা পরিবারের ক্ষতি হতে পারে। একজন সাংবাদিক হিসেবে এটি আমার পেশাগত স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম বলেন, “অভিযোগ পাওয়া গেছে। যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”







