আওয়ামী লীগ নেতাদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রকাশ্যে বাদীদের ওপর চাপ সৃষ্টি এবং মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর-৫ আসনের এমপি প্রার্থী মমিনুল হক। এরপর আরও একধাপ এগিয়ে তিনি সরাসরি আওয়ামী লীগের পাশে থাকার কথাও প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা–সমালোচনা চলছে। মমিনুল হকের এই অবস্থান পরিবর্তনকে অনেকেই অবাক হয়ে দেখছেন।
উল্লেখ্য, এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক নির্বাচনী সমাবেশে আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহারের ঘোষণা দেন। সেই বক্তব্যের পর থেকেই বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্যে আওয়ামী লীগকে সহযোগিতা ও পুনর্বাসনের প্রতিযোগিতা শুরু হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
চাঁদপুর-৫ আসনে মমিনুল হকের সাম্প্রতিক অবস্থান বদলকে সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখা হচ্ছে।







