অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত নয়।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একটি ইতিবাচক ইমেজ রয়েছে। দল মত নির্বিশেষে মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা আছে। সে কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই অংশগ্রহণ করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেজন্য এসেছিলেন। জয়শঙ্করের সফর ছিল খুব সংক্ষিপ্ত এবং এটি ছিল কেবল শিষ্টাচার।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “এস জয়শঙ্করের সাথে আমার যে কথাবার্তা হয়েছে, সেখানে রাজনীতি ছিল না। সবার সামনেই আলাপ হয়েছে। সেখানে দ্বিপাক্ষিক কিছু ছিল না।”
দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কিনা—এ প্রশ্নে তিনি বলেন, “এটার উত্তর ভবিষ্যতে খুঁজতে হবে।”
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনার প্রসঙ্গে তিনি জানান, ভারতীয় হাইকমিশনারকে ডেকে আনা হয়নি, বরং অফিসিয়াল কাজের জন্য তিনি ঢাকায় এসেছেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ৩১ ডিসেম্বর ঢাকায় আসেন







