এনসিপির আইসিটি সেলের প্রধান ফরহাদ আলম ভূঁইয়া পদত্যাগ করেছেন। তিনি তাঁর পদত্যাগপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ফরহাদ আলম ভূঁইয়া দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও পদত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে।
এদিকে এনসিপির পক্ষ থেকে তাঁর পদত্যাগ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আইসিটি সেলের ভবিষ্যৎ দায়িত্ব কার হাতে দেওয়া হবে সে বিষয়ে দল শিগগিরই সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে।







