শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ প্রয়োজন।
ঘোষণায় আরও বলা হয়, শান্তিপূর্ণভাবে শাহবাগ শহীদ হাদি চত্বরে উপস্থিত হয়ে হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে সোচ্চার হওয়ার জন্য দেশের সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হচ্ছে।







