শহিদ শরীফ বিন ওসমান হাদি হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম ওরফে দাউদ খানের সঙ্গে বর্তমান সরকারের সম্পৃক্ততার নতুন ইঙ্গিত পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি সচেতনতামূলক বিজ্ঞাপনে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ফয়সাল করিমকে।
আজ শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) সকালে ডিএনসির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘TVC 4 Final’ শিরোনামের ওই বিজ্ঞাপনটি প্রকাশিত অবস্থায় দেখা যায়। তবে সকাল ১১টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বিজ্ঞাপনটি হঠাৎ করে ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয়।
বিজ্ঞাপনটিতে ফয়সাল করিমের উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে শহিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলায় ফয়সাল করিম একজন পলাতক ও প্রধান অভিযুক্ত হওয়ায়, রাষ্ট্রীয় একটি সংস্থার প্রচারণামূলক বিজ্ঞাপনে তার অংশগ্রহণ নতুন করে প্রশ্ন তুলেছে।
এ ঘটনায় ডিএনসি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা বা বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজ্ঞাপনটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সরিয়ে নেওয়ায় বিষয়টি আরও সন্দেহজনক বলে মনে করছেন বিভিন্ন মহল।
এর আগে হাদি হত্যাকাণ্ডকে ঘিরে তদন্ত ও গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে অভিযোগ ওঠে। সর্বশেষ এই বিজ্ঞাপনের ঘটনায় মামলার প্রধান অভিযুক্তের সঙ্গে রাষ্ট্রীয় সংস্থার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ ছিল কি না—সে বিষয়ে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।







