রাজধানীর মিরপুরে যুবদল নেতার চাঁদাবাজির প্রতিবাদে রাস্তায় নেমেছেন বাসাবাড়ি থেকে আবর্জনা সংগ্রহকারী ভ্যানচালকেরা। তাঁদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক পরিচয়ধারীরা নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন, যা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয়।
রোববার সকাল ১০টার দিকে মিরপুর-১০ এলাকায় আবর্জনা বোঝাই কয়েকটি ভ্যান সড়কের ওপর আড়াআড়ি করে রেখে প্রতিবাদ জানান তাঁরা। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, কিছু পরিচ্ছন্নতা কর্মী সড়কে ভ্যান রেখে অবরোধ সৃষ্টি করেছিলেন। প্রায় ২০–২৫ মিনিট পর পুলিশ তাঁদের সিটি করপোরেশনের কার্যালয়ে নিয়ে যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান জানান, ভ্যানচালকদের অভিযোগ—ভ্যান নিয়ে বের হলেই তাঁদের কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা করে চাঁদা দাবি করা হয়। তবে তিনি বলেন, সিটি করপোরেশনের নির্ধারিত জায়গার বাইরে ময়লা রাখাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধও রয়েছে। বিষয়টি বুঝিয়ে তাঁদের সিটি করপোরেশনের দপ্তরে পাঠানো হয়েছে।
পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ ফারুক জানান, তিনি একটি গলির প্রায় ৩৫টি ভবনের প্রায় ৩০০ ফ্ল্যাটের ময়লা সংগ্রহ করেন। দিনে দুই থেকে তিনবার ভ্যান টেনে কাজ করতে হয় তাঁকে। তাঁর ভাষায়, মাসে যদি ৬ থেকে ৭ হাজার টাকা চাঁদা দিতে হয়, তাহলে সংসার চালানোই অসম্ভব হয়ে পড়ে।
এর আগে গত সপ্তাহে রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, কয়েক মাস ধরে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তাঁরা হামলার শিকার হন। ওই ঘটনায় যুবদলের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠলেও পুলিশ তা নিশ্চিত করেনি।
মিরপুরের ভ্যানচালকদের এই প্রতিবাদ নতুন করে নগরীতে চাঁদাবাজির বিষয়টি সামনে নিয়ে এসেছে।







