সিলেটে ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে। একই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের একাধিক জেলাতেও এই কম্পন টের পাওয়া যায়। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।
সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)সহ অন্যান্য সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে। কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থান হওয়ায় সিলেট অঞ্চলে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।
সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।







