শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সালের বর্তমান অবস্থান নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে। হত্যাকারী নিজে ভিডিও বার্তায় দাবি করলেও যে তিনি দুবাইয়ে অবস্থান করছেন, তার প্রকাশিত ভিডিও বিশ্লেষণে সেই দাবির সঙ্গে অসঙ্গতির ইঙ্গিত মিলেছে।
গতকাল রাত থেকে এখন পর্যন্ত ফয়সাল অন্তত দুটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। এসব ভিডিওতে তিনি নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি ভারতে নয়, দুবাইয়ে অবস্থান করছেন বলে জানান। তবে আজ প্রকাশিত দ্বিতীয় ভিডিওতে তিনি নিজের অবস্থান প্রমাণ করতে মোবাইল ফোনে সংরক্ষিত একটি ভিসার পিডিএফ ফাইল ক্যামেরার সামনে দেখান। ঠিক সেই সময় তার ফোনের স্ক্রিনে একটি ডিজিটাল বিজ্ঞাপন ভেসে ওঠে, যা ছিল ভারতের কুইক গ্রোসারি ডেলিভারি সার্ভিস ‘Blinkit’-এর।


Blinkit একটি ভারতভিত্তিক প্রতিষ্ঠান, যার কার্যক্রম শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ। সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠানটির কোনো সার্ভিস বা অপারেশন নেই। সাধারণভাবে ডিজিটাল বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে ব্যবহারকারীর ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে যেসব কোম্পানির সেবা নির্দিষ্ট একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ।
এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে—ভারতের একটি লোকাল সার্ভিসের বিজ্ঞাপন দুবাইয়ে অবস্থানরত একজন ব্যবহারকারীর ফোনে কীভাবে প্রদর্শিত হতে পারে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে সন্দেহ আরও জোরালো হয়েছে।
এদিকে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে ফয়সালের সম্ভাব্য অবস্থান হিসেবে ভারতের আসামের গোয়াহাটি শহরের নাম উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে গোয়াহাটিতে Blinkit তাদের সার্ভিস চালু করে। বর্তমানে সেখানে প্রতিষ্ঠানটির দুটি স্টোর রয়েছে—একটি Zoo Road এলাকায় এবং অন্যটি Chandmari এলাকায়। এছাড়া Silpukhuri, Ganeshguri, Kahilipara, Six Mile ও Panjabariসহ আশপাশের কয়েকটি এলাকায় Blinkit-এর সেবা কার্যকর রয়েছে।
উল্লেখিত তথ্যগুলো একত্রে বিবেচনায় নিলে ফয়সালের দুবাইয়ে অবস্থানের দাবিকে ঘিরে গুরুতর প্রশ্ন তৈরি হচ্ছে। বিশেষ করে ভিডিওতে দৃশ্যমান Blinkit-এর বিজ্ঞাপন তার বর্তমান অবস্থান ভারতের ভেতরে কোথাও হওয়ার সম্ভাবনাকেই আরও জোরালো করছে।







