আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টার অভিযোগ; তোপের মুখে শেরপুরের বিএনপি নেতা ফজলুল হক অকুল

 

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলুল হক চৌধুরী অকুল, যিনি শেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিরও একজন সদস্য। সম্প্রতি আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করার পক্ষে অবস্থান নিয়েছেন। তার এই কর্মকাণ্ডকে দলের আদর্শ পরিপন্থী এবং সংস্কারবিরোধী হিসেবে দেখছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সমালোচকরা তাকে নিম্নোক্ত বিশেষণে অভিযুক্ত করছেন:

আরওপড়ুন

  • সংস্কারের শত্রু: বিএনপি’র চলমান সংস্কার প্রক্রিয়ায় বাধা প্রদানকারী।

  • জুলাইয়ের শত্রু: ছাত্র-জনতার জুলাই বিপ্লবের আদর্শের পরিপন্থী।

  • আওয়ামী লীগের দোসর: গত জুলাইয়ের গণহত্যাকারী ও সন্ত্রাসী হিসেবে চিহ্নিত শক্তির সহযোগী।

স্থানীয় বিএনপি কর্মীদের দাবি, যখন সারা দেশে আওয়ামী লীগের দুঃশাসন ও গণহত্যার বিচার দাবি করা হচ্ছে, তখন দলের একজন দায়িত্বশীল পদে থেকে এ ধরনের প্রচারণা চালানো বিশ্বাসঘাতকতার শামিল। তারা অবিলম্বে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

সম্পর্কিত খবর