ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ফয়সালের প্রকাশিত ভিডিও বার্তাগুলো পর্যালোচনা করে প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ফয়সাল মোট তিনটি ভিডিও বার্তা দিয়েছেন এবং প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে সেগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়নি।
তিনি আরও জানান, ভিডিওগুলোর ফরেনসিক পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে ভিডিও বার্তাগুলোকে আসল বলেই মনে হচ্ছে।
তবে ভিডিও বার্তায় ফয়সালের দুবাইয়ে অবস্থানের যে দাবি করা হয়েছে, তা সঠিক নয় বলে জানায় ডিবি। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পলাতক ফয়সাল বর্তমানে ভারতে অবস্থান করছেন।
এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।







