উত্তরা র্যাব-১-এর প্রিমিজে অবস্থিত টিএফআই সেলের মূল ফটক দিয়ে প্রবেশের পর ভবনের সিঁড়ির গোড়ায় দরজা সদৃশ একটি কাঠামোর সন্ধান পাওয়া যায়, যা নতুন ইটের গাঁথুনি দিয়ে আড়াল করা ছিল বলে দাবি করা হয়েছে। সন্দেহের ভিত্তিতে দেয়াল ভাঙার পর ভেতরে ছোট আকারের সেলের অস্তিত্ব পাওয়া যায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাসমিরুল ইসলাম উদয়ের বর্ণনা অনুযায়ী, ভাঙার সময় বোঝা যায় এটি তুলনামূলক নতুন ইটের গাঁথুনি। ভেতরে প্রবেশ করে ৩ ফুট বাই ৪ ফুট আকারের একাধিক সেল পাওয়া যায়। কিছু সেলের ভেতরে এক ফুটের মতো ছোট টয়লেটও ছিল।
তিনি জানান, এসব সেলে একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে বা বসতে পারতেন না। শুয়ে থাকার সুযোগও ছিল না বললেই চলে। সেলগুলোর কাঠামো এমন যে সেখানে মানবিকভাবে থাকার কোনো পরিবেশ ছিল না।







