দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহরের জুলাই ৩৬ চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাদি হত্যাকাণ্ডের পর সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আদিলুর রহমান খান বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে যে পরিবর্তন এনেছে, তা স্থায়ী হবে।
পরাজিত ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। তবে কেউ যেন মনে না করে ষড়যন্ত্র থেমে গেছে—সেগুলো এখনো চলমান। সুষ্ঠু নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে এবং যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। ফ্যাসিবাদ যদি বারবার ফিরে আসার চেষ্টা করে, তবে তাকে কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও বলেন, যারা ভোটের বাইরে থেকে দেশের বাইরে বা সীমান্তের অপর পাশ থেকে ষড়যন্ত্র করছে, তারা দেশের ভেতরে কোনো অবস্থান তৈরি করতে পারবে না।
গণভোট নিয়ে প্রচারণা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, জেলা প্রশাসকদের নেতৃত্বে স্থানীয় প্রশাসন গণভোটের প্রচারণায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। চলতি সপ্তাহ থেকেই এর কার্যক্রম দৃশ্যমান হবে।
অনুষ্ঠান শেষে তিনি সুনামগঞ্জ বাফার গুদাম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম।
এ ছাড়া শিল্প মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







