ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া আন্দোলন এখন সরাসরি সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে তেহরানের একজন চিকিৎসক জানিয়েছেন, রাজধানীর মাত্র ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বলে তিনি দাবি করেন। তবে হতাহতের এ সংখ্যার বিষয়ে ইরানি সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে প্রায় সম্পূর্ণভাবে ইরানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। ওই চিকিৎসকের দাবি, শুক্রবার হাসপাতালগুলো থেকে নিহতদের মরদেহ সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তার ভাষ্যমতে, নিহতদের বেশিরভাগই তরুণ।
এদিকে, ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী।
একই সময়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আট সদস্য নিহত হয়েছেন।







