ভোলা জেলার রমাগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের গণভোট ও নির্বাচনীয় সাংগঠনিক কার্যক্রমে বাধা ও নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মো. রুবেলের বিরুদ্ধে। শনিবার (সময় অনুযায়ী) সকাল আনুমানিক ১১টার দিকে রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জামায়াতের মহিলা বিভাগের কয়েকজন নারী কর্মী সেখানে গণভোট ও নির্বাচনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় মো. রুবেল সেখানে উপস্থিত হয়ে কার্যক্রমে বাধা দেন। অভিযোগ রয়েছে, তিনি নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, গায়ে হাত দেন এবং তাদের বোরকা টানাটানি করে লাঞ্ছিত ও অপমান করেন।
ঘটনার পর উপস্থিত নারী কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযুক্ত মো. রুবেল (২৮) মো. নুরনবীর ছেলে। তিনি রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনুস পাটোয়ারী বাড়ি এলাকার বাসিন্দা।
এ ঘটনায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে বলেন, নারীদের প্রতি এ ধরনের আচরণ মানবাধিকার ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।







