জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সম্পাদকীয় শিক্ষা ও গবেষণা পদে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী ইব্রাহীম খলিল।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের অফিস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জকসু নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন অনুযায়ী, ইব্রাহীম খলিল সম্পাদকীয় শিক্ষা ও গবেষণা পদে ৫ হাজার ৫২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী নুসরাত চৌধুরী জাফরিন পেয়েছেন ২ হাজার ৭১৬ ভোট।
২১টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ভিপি পদে নির্বাচিত শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম, যিনি ৫ হাজার ৫৫৮ ভোট অর্জন করেন। ভোটের হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছেন ইব্রাহীম খলিল।
জয়লাভের প্রতিক্রিয়ায় ইব্রাহীম খলিল বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সততা ও ইনসাফের ভিত্তিতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করাই তাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তিনি সবার দোয়া ও পরামর্শ কামনা করেন।
জকসু নির্বাচনের ফলাফলে দেখা যায়, ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১৬টি পদে জয় পেয়েছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল চারটি পদে জয়ী হয়েছে এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।







