সিআইএ’র একজন সাবেক কর্মকর্তা দাবি করেছেন, ইরানে চলমান বিক্ষোভ উসকে দিতে মাঠ পর্যায় ও অনলাইন প্ল্যাটফর্মে আফগানিস্তান ও ভারতের হাজার হাজার লোককে অর্থ দিয়ে কাজে লাগাচ্ছে ইসরাইল।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা বাড়ানোর লক্ষ্যে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি মাঠপর্যায়ে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। তার দাবি অনুযায়ী, এসব কার্যক্রমে অংশ নিতে আফগানিস্তান ও ভারতের হাজার হাজার ব্যক্তিকে জনপ্রতি প্রায় ১০০ ডলার করে দেওয়া হচ্ছে।
ওই সাবেক কর্মকর্তা আরও বলেন, অনলাইনে ভুয়া অ্যাকাউন্ট ও সমন্বিত প্রচারণার মাধ্যমে বিক্ষোভকে বৃহত্তর ও সহিংস রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে মাঠপর্যায়ে অর্থের বিনিময়ে লোকজনকে বিক্ষোভে অংশ নিতে এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে উৎসাহিত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে অভিযোগের বিষয়ে ইরান, ভারত বা আফগানিস্তানের সরকারি পর্যায় থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।







